Site icon Jamuna Television

ইউক্রেনজুড়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে রাশিয়া

ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানী কিয়েভ ছাড়াও গুরুত্বপূর্ণ শহরগুলোয় বেজে ওঠে সর্তকতামূলক সাইরেন। খবর রয়টার্সের।

এদিন কিয়েভ আর বন্দর নগরী ওডেসায় শোনা গেছে জোরালো বিস্ফোরণ। এছাড়া ঝাপোরিঝজিয়া শহরেও হয়েছে গোলাবর্ষণ।

বুধবার (৩ মে) খেরসন অঞ্চলে জোরালো হামলা চালায় রুশবহর। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। প্রশাসনের দাবি- স্থানীয় একটি বাজার, রেলওয়ে স্টেশন এবং ছোট্ট গ্রাম হামলার শিকার হয়েছে। তারা জানায়, নিহতদের মধ্যে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ৩ কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংস্কারের কাজ করছিলেন।

এদিকে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আকস্মিক সফরে নেদারল্যান্ডসে যাওয়ার পর শুরু হলো ব্যাপক হামলা। সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধ খতিয়ে দেখবেন তিনি। উপস্থাপন করবেন নতুন তথ্য-প্রমাণ।

এএআর/

Exit mobile version