Site icon Jamuna Television

ব্রিটিশ আমলে লুট হওয়া ‘বিশ্বের বৃহত্তম হীরা’ ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ব্রিটিশ শাসনামলে তৎকালীন শাসকগোষ্ঠীর মাধ্যমে লুট হওয়া ‘স্টার অব আফ্রিকা’ নামে পরিচিত বিশ্বের বৃহত্তম হীরাটি ফেরত দেয়ার দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ওই হীরাটি শোভা পাচ্ছে ব্রিটিশ রাজদণ্ডে। টিভিপি ওয়ার্ল্ডের।

জানা গেছে, আগামী শনিবার (৬ মে ) রাজ্যভিষেকের সময় ওই হীরাটি ধারন করবেন রাজা চার্লস। তার আগেই হীরাটি ফেরত দেয়ার দাবিতে একটি গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরইমধ্যে প্রায় আট হাজার নাগরিক হীরা ফেরতের দাবিতে সমর্থন জানিয়ে সাক্ষর করেছেন।

সমর্থকদের দাবি, একটি স্বীকৃত রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেনের উচিত লুট করা হীরাটি ফেরত দেয়া।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রসঙ্গত, ৫৩০ ক্যারেট ওজনের ওই হীরাটি উনিশশো পাঁচ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনিতে পাওয়া যায়। দেশটি সে সময় বৃটিশ শাসনের অধীনে থাকায় এটি নিয়ে যাওয়া হয় রাজপরিবারের কাছে।

/এসএইচ

Exit mobile version