Site icon Jamuna Television

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। চারদিন বাকি থাকলেও এখনও নির্ধারিত হয়নি কীভাবে খেলা দেখা যাবে।

আয়োজক দেশ আয়ারল্যান্ড বলে সম্প্রচারের দায়িত্ব আইরিশ বোর্ডের হাতে। এই অঞ্চলে দেখানোর দায়িত্ব তাদের কাছ থেকে পেয়েছে অন্য একটি প্রতিষ্ঠান। কিন্তু সেই প্রতিষ্ঠানের সাথে এখনও দেশীয় কোনো চ্যানেলের চুক্তি হয়নি।

মিরপুর হোম অব ক্রিকেটে বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমে প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরাও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা এখনও নিশ্চিত করতে পারেনি। সে কারণেই আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারবো।

সিরিজ খেলতে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড এখন অবস্থান করছে ইংল্যান্ডে। চলছে ট্রেনিং ক্যাম্প। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। আগামীকাল (৫ মে) ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ মে চেমসফোর্ডে। এরপর বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।

/আরআইএম

Exit mobile version