Site icon Jamuna Television

বাসায় রেখেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার: ড. জাহিদ হোসেন

ছবি: সংগৃহীত

পাঁচদিন পর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল পৌনে ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তিনটির মধ্যে হার্টের একটি ব্লকে রিং পরানো হয়েছে, বাকি আছে আরও দু’টি। লিভার সিরোসিসসহ আছে আরও নানা জটিল রোগ। তাই পুরোপরি সুস্থ হতে হলে লিভার ট্রান্সফার হয় এমন হাসপাতালে চিকিৎসা নিতে হবে বিএনপি চেয়ারপারসনকে।

ড. এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুপারিশ করেছেন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যদের মেডিকেল বোর্ড। বাসায় রেখেই আপাতত চিকিৎসা চলবে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।

গত বছরের ২৮ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে, একটানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত বছরের ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া। তখন এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং পরানো হয়েছিল। সে সময় খালেদা জিয়ার হৃদযন্ত্রে আরও দু’টি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকেরা।

২০২১ সালের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর একই বছরের জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

/এনএএস

Exit mobile version