Site icon Jamuna Television

শিক্ষার্থী‌কে ধর্ষ‌ণের পর হত্যা, সৎ মা আটক

পট‌ুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালীর কুয়াকাটার ম‌হিপু‌রের সেরাজপুর এলাকায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী‌কে ধর্ষ‌ণের পর গলা‌টি‌পে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহ‌তের সৎ মা‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ কর‌ছে পু‌লিশ।

অজ্ঞাতনামাদের আসামি ক‌রে নিহ‌তের বাবা ইসমাইল ফরা‌জি বাদী হ‌য়ে ম‌হিপুর থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

ম‌হিপুর থানার ও‌সি মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চল‌ছে। পোস্টম‌র্টেম রি‌পোর্ট আস‌লে বিস্তা‌রিত জানা যা‌বে। নিহ‌তের সৎ মা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। মামলার‌ বিবর‌ণে বাদী উ‌ল্লেখ ক‌রে‌ছেন যে, গত ১৪ আগস্ট রা‌তে একদল দুর্বৃত্ত তার ঘ‌রের বেড়া কে‌টে প্র‌বেশ ক‌রে তার নাবা‌লিকা মে‌য়ে‌কে ধর্ষণ শে‌ষে গলা‌টি‌পে হত্যা ক‌রে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়। এসময় তার দ্বিতীয় স্ত্রী ঘ‌রের ম‌ধ্যে থাক‌লেও, সে কিছু টের পায়‌নি।

ঘটনাস্থল পরিদর্শন করে বাদীর স্ত্রীর কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে তা‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

যমুনা অনলাইন: জেআর/টিএফ

Exit mobile version