Site icon Jamuna Television

রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতলো অ্যাটলেটিকো মাদ্রিদ

দিয়েগো কস্তার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা ঘরে তুললো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১০ ও ১২ সালের পর এই জয়ে সুপার কাপে শতভাগ সাফল্য পেল অ্যাটলেটিকো।

এস্তোনিয়ার তালিনে ম্যাচের ৫০ সেকেন্ডেই রিয়াল সমর্থকদের হতাশায় ডোবান দিয়েগো কস্তা। এভার বানেগার গোল পেছনে ফেলে সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড করেন তিনি। অবশ্য গ্যারেথ বেলের ক্রস থেকে ২৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান কারিম বেনজামা।

দ্বিতীয়র্ধের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গ্যালক্টিকোদের এগিয়ে দেন সার্জিও রামোস। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের দ্বিতীয় গোলে দলকে সমতায় ফেরান কস্তা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৯ মিনিটে অ্যাটলেটিকোকে আবারও এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার সাল নিগুয়েস। আর রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আরেক স্প্যানিয়ার্ড কোকে।

Exit mobile version