Site icon Jamuna Television

ঘণ্টায় ৩০০ কিমি গতি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতের প্রো বাইকার

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় বাইকার ও ইউটিউবার অগস্ত্য চৌহান (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অনুরাগীদের কাছে প্রো বাইকার হিসেবেই সুপরিচিত ছিলেন অগস্ত্য। খবর এই সময়‘র।

বুধবার (৩ মে) ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে সুপার স্পোর্টস কাওয়াসাকি নিঞ্জা জেডএক্স-১০আর বাইকে রেসিং করার সময় প্রতি ঘণ্টায় ৩০০ কিমি গতি ছোঁয়ার চেষ্টা করেন অগস্ত্য। ফলে অত্যধিক গতি সামলাতে না পেরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। আঘাত পেয়ে হেলমেট একেবারে ভেঙে যায় তার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মাথায় গভীর আঘাত পান অগস্ত্য। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র অ্যাম্বুলেন্সে করে অগস্ত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, গুরুতর চোটের জেরে ঘটনাস্থলেই মারা যান অগস্ত্য।

ভারতের উত্তরাখণ্ড দেরাদুনের বাসিন্দা ছিলেন অগস্ত্য চৌহান। তার এমন মৃত্যুতে তার পরিবারসহ অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এনএএস

Exit mobile version