Site icon Jamuna Television

গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী শাওন মারা গেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন। শনিবার (৬ মে) সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার (১ মে) ধূপখোলা বাজারে গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ হয়েছিল। সেখানে শাওনসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।

জানা গেছে, মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিস্ফোরণের সময় তিনি সেখানে বাজার করতে গিয়েছিলেন। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এএআর/

Exit mobile version