Site icon Jamuna Television

‘বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বিতাড়নের সংকেত ট্রাম্প প্রশাসনের’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক ‘দ্য ডেইলি কলার’ও সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে।

বৃহস্পতিবার ইডেন কলেজে শোক দিবসের আলোচনায় যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যেসব খুনিরা পালিয়ে আছেন তাদেরও ফিরিয়ে এনে বিচার করার প্রক্রিয়া চলমান। আইনগত জটিলতার কারণে দুই খুনিকে ফিরিয়ে আনা যাচ্ছিলো না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলন, বঙ্গবন্ধুর হত্যার পর তাঁর খুনিকে যারা মদদ দিয়েছিলেন তারাও হত্যাকারী। আবারও এক এগারোর মতো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version