Site icon Jamuna Television

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের ক্ষণগণনা শুরু

শুরু হয়েছে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের ক্ষণগণনা। শনিবার (৬ মে) স্থানীয় সময় সকালে ব্রিটেনের রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করবেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কুইন কনসর্ট হিসেবে অভিষেক হবে তার স্ত্রী ক্যামিলারও। শতবর্ষ ধরে চলে আসা প্রথা মেনেই এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন কেন্টারবেরির আর্চবিশপ।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, ১১টা থেকে শুরু হওয়া রাজার অভিষেকের আনুষ্ঠানিকতা চলবে দুই ঘণ্টা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ মোট ২৩শ’ অতিথি উপস্থিত থাকবেন আয়োজনে।

গত বছরের সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর ইংল্যান্ডের রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করা হয়। প্রায় আট মাস পর রাজ্যাভিষেক হচ্ছে তার। সাত দশক পর রাজ্যাভিষেকের আয়োজনের মেতেছে গোটা যুক্তরাজ্য।

এদিন আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে, এরই মধ্যে সড়কে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ১৯৫৩ সালে শেষবার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয় ইংল্যান্ডে। সেবার সিংহাসনে বসেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

ইউএইচ/

Exit mobile version