চার মাসের মাথায় আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুক। শনিবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে খোলা হয় মসজিদের আটটি দান বক্স বা লোহার সিন্দুক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানসিন্দুক খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে আজ সকাল আটটায় সিন্দুকগুলো খোলা হয়। প্রথমে টাকাগুলো সিন্দুক থেকে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢালা হয়। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে।
সিন্দুকগুলোতে মিলেছে ১৯ বস্তা টাকা। সাথে রয়েছে বিপুল পরিমাণ সোনা-রূপার গহনা ও বিদেশি মুদ্রা। টাকা গুণতে অংশ নিয়েছেন ব্যাংক-কর্মকর্তা, মসজিদ কমিটি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতি তিন মাস অন্তর সিন্দুক খোলার রেওয়াজ রয়েছে। তবে, এবার ঈদের জন্য ৪ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের সিন্দুক।
শহরের রাখুয়াইল এলাকায় নরসুন্দা নদীর মাঝামাঝিতে অবস্থান ঐতিহাসিক এ মসজিদটির। পাগলা মসজিদে মানত করলে পূরণ হয় মনের বাসনা- সেই বিশ্বাস থেকেই এখানে দান করেন সবাই।
ইউএইচ/

