Site icon Jamuna Television

কঙ্গোয় ভয়াবহ বন্যায় কিভু প্রদেশে প্রাণহানি ছাড়িয়েছে ২০০

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ বন্যায় প্রাণহানি ২শ’ ছাড়িয়েছে। বিধ্বস্ত কয়েকশ’ ঘরবাড়ি ও বহু রাস্তাঘাট। খবর রিয়টার্সের।

বৃষ্টি কিছুটা কমে আসায় শুরু হয়েছে উদ্ধার অভিযান। বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। জরুরি বিভাগের কর্মীদের সাথে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত ২২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। স্কুল-কলেজ, হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে অনেকেরই ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপজ্জনকভাবে বেড়ে যায় নদীর পানি। তলিয়ে যায় আশপাশের বিশাল এলাকা।

২০১৪ সালের বন্যায়ও শতাধিক প্রাণহানি হয়েছিল দেশটিতে। বিধ্বস্ত হয়েছিল ৭শ’ বাড়িঘর। ভয়াবহ দুর্যোগের শিকার প্রতিবেশী রুয়ান্ডাও। চলমান বন্যায় ১৩০ জনের মৃত্যু ও ৫ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে দেশটিতে।

এটিএম/

Exit mobile version