Site icon Jamuna Television

কোপা দেল রে’র ফাইনালে রাতে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

কোপা দেল রে’র ফাইনালে রাতে ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে এখনও কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগা ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে মাদ্রিদের জন্য। তবে চলতি মৌসুমে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোদের সামনে।

সেভিয়ার মাঠ এস্তাদিও অলিম্পিকো দে সেভিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৬ মে) দিবাগত রাত ২ টায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ওসাসুনা। দীর্ঘ ৯ বছর পর কোপা দেল রে’র ফাইনাল খেলতে যাচ্ছে গ্যালাক্টিকোরা। এর ঠিক তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি পরীক্ষা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কোপা দেল রে’র ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেন, এটা কোপা দেল রে ফাইনাল ও একটি সেমিফাইনাল, আর কিছু না। আমি আমার জীবনের জন্য খেলছি না। এটা একটা ট্রফি এবং তারপর আমরা সেমিফাইনালের প্রস্তুতি নেব। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আরেকটা শিরোপা জিততে। খেলোয়াড়রা উৎসাহী। ফাইনাল খেলা সব সময়ই উত্তেজনার। প্রত্যেকটা ফাইনালের আগেই মনে করি এটা আমার শেষ ফাইনাল।

ছবি: সংগৃহীত

সবশেষ ম্যাচে করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ, টনি ক্রুস বিহীন রিয়াল সোসিয়েদাদের কাছে হারলেও ওসাসুনার বিপক্ষে পূর্নশক্তির দল নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। চোট কাটিয়ে ওঠা লুকা মদ্রিচ এই ম্যাচ দিয়ে রিয়াল দলে ফিরছেন। সম্ভবত ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাবেন রিয়াল কোচ। ওসাসুনার বিপক্ষে নামার আগে ফেভারিটের তকমাটা রিয়ালের গায়ে লেগে থাকবে। কেননা, ওসাসুনার বিপক্ষে শেষ ৫ দেখায় কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।

/আরআইএম

Exit mobile version