শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তাকে সরকার থেকে হটিয়ে তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে শনিবার (৬ মে) এসব কথা বলেন তিনি। এ সময় খন্দকার মোশাররফ বলেন, গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকার বিদায়ের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।
আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বেপরোয়া হয়ে গেছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। বলেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে। আর সিন্ডিকেট করে বিদেশে টাকা পাচার করছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে বলে ফের অভিযোগ করেন এই নেতা। বলেন, তার মুক্তি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।
এসজেড/

