ভারতের মধ্যপ্রদেশে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন নারীসহ একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং ও গজেন্দ্র সিংয়ের পরিবারের মধ্যে বিরোধের জেরে শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ধীর সিং ও গজেন্দ্র সিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০১৩ সালে আরেকবার সংঘাতে জড়ায় পরিবারটি। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দু’জনকে হত্যা করে পালিয়ে যায় গজেন্দ্র সিংয়ের পরিবার। আদালতের বাইরে মামলাটি মীমাংসা হলে গজেন্দ্রের পরিবার গ্রামে ফিরে আসে। আসার পরে প্রতিশোধের বশবর্তী হয়ে শুক্রবার গজেন্দ্রের পরিবারের ওপর হামলা চালায় ধীর সিংয়ের পরিবার।
ইউএইচ/

