Site icon Jamuna Television

পাবনায় যৌন উত্তেজক ওষুধ জব্দ, জরিমানা

পাবনা প্রতিনিধি
পাবনা বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেখান থেকে আড়াই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ ও মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাবনা বিসিক শিল্প নগরী এলাকায় এসএমজি ফার্মাসিউটিক্যাল নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক ওষুধ উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্ব আজ সকালে বিসিক শিল্প নগরীর ২ নাম্বার গেটে অভিযান চালানো হয়।

অভিযানে কারখানা থেকে ২ হাজার ৪৯৬ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ ও কারখানার ম্যানেজার তোজাম্মেল হোসেনকে আটক করে। লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।

Exit mobile version