Site icon Jamuna Television

লন্ডনের টিউব ট্রেনে আগুনের গুজব, জানালা ভেঙে যাত্রীদের নামার চেষ্টা

লন্ডনের একটি টিউব ট্রেনে আগুন লাগার গুজবে আতংকিত হয়ে পড়ে যাত্রীরা। বের হওয়ার চেষ্টায় লাফিয়ে পড়ে ট্রেনের জানালা দিয়ে। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ক্লাফাম কমন স্টেশনে ঘটে ঘটনাটি। কয়েকজন যাত্রী হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে ট্রেন কর্তৃপক্ষকে জানায়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষনিকভাবে বাজানো হয় সতর্কতা সংকেত।

প্রতক্ষ্যদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, জানালা ভেঙে নামার জন্য হুড়াহুড়ি শুরু করে আতংকিত যাত্রীরা। তবে ঘটনাস্থলে কোনো আগুন দেখতে পায়নি ফায়ার সার্ভিস। আগুন লাগার কোনো প্রমাণও মেলেনি। সব যাত্রীকেই নিরাপথে সরানো হয়েছে।

ট্রেনের ব্রেক থেকেই ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন ট্রেন কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version