Site icon Jamuna Television

সাবেক রেসলিং তারকা সারা লি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ

সাবেক ডব্লিউ ডব্লিউ ই তারকা সারা লি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে ময়নাতদন্ত প্রতিবেদন। প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুর আগে সারা অ্যালকোহল ও মাদক সেবন করেছিলেন। খবর ডেইলি মেইলের।

গেল বছর অক্টোবর মাসে মারা যান এই রেসলিং তারকা। সারার মা টেরি এক ফেসবুক পোস্টে তার আত্মহত্যার খবরটি জানিয়েছেন।

সারার মৃত্যুর কয়েক মাস পরে, তার পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছিলেন, সারা মারা যাওয়ার রাতে প্রচুর মদ পান করেছিলেন এবং দুর্ঘটনাবশত মারা গেছেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, সারা মৃত্যুর রাতে মদের সাথে নেশাজাতক দ্রব্য মিশিয়ে পান করেছিলেন। এছাড়া সেখান থেকে সুইসাইড নোট পাওয়া গেছে।

এটিএম/

Exit mobile version