‘জিমেইল’ এ চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা। প্রেরকের পরিচয় যাচাইকরণের অংশ হিসেবে জিমেইলে প্রেরকের নামের পাশে এই ব্লু টিক দেখা যাবে। খবর টেকক্রাঞ্চ’র।
প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল আইডি যাচাইয়ে ব্লু টিক চিহ্ন চালু হবে। নতুন এই সুবিধা জিমেইলে থাকা ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেনটিফিকেশন’ (বিআইএমআই) এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো দেখা যায়। বিআইএমআই সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক পাবে প্রতিষ্ঠানগুলো।
প্রেরকের নামের পাশে ব্লু টিকের ওপর হোভার করলে, ইমেইলের প্রেরক আসল কিনা সেটি বোঝা যাবে।
/এনএএস

