Site icon Jamuna Television

১৮ মামলার আসামি রিপন গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরে চাঁদাবাজি, বোমাবাজিসহ ১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি রিপন চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শনিবার (৬ মে) ভোরে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে।

র‍্যাব জানায়, আসামি রিপন যশোরের শীর্ষ বোমাবাজ হিসেবে চিহ্নিত। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় সে। তার নামে বিভিন্ন থানায় ১৩টি বিস্ফোরকসহ ১৮টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতামূলক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিপন। পরে রিপনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

/এনএএস

Exit mobile version