খুলনা ব্যুরো:
খুলনা নগরীর খালিশপুরে নিমাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় ঘটে এ ঘটনা। নিহত দুই শ্রমিক ওই এলাকার নাজির ও সাদ্দাম।
স্থানীয়রা জানান, খালিশপুর শিশুপার্ক এলাকায় তাইজুল ইসলামের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকিতে কাজ করছিলেন নাজির ও সাদ্দাম। এ সময় সেফটিক ট্যাংকির ভেতরে নামেন তারা। তবে বিষাক্ত গ্যাসের কারণে সেখানে অসুস্থ হয়ে পড়েন দুই শ্রমিক।
বিষয়টি বুঝতে পেরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসজেড/

