Site icon Jamuna Television

খিলক্ষেত থেকে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত থেকে ইকরাম (২৩) নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইকরাম তেজগাঁও কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ মে) দুপুরে খিলক্ষেত এলাকার পাতিরাস্থ বসুন্ধরা বালুর মাঠ সংলগ্ন ডোবা থেকে ইকরামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ প্রসঙ্গে খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থ লেনদেন সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version