Site icon Jamuna Television

গাজীপুর সিটি নির্বাচন: কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রার্থীদের কাছে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন কর্মকাণ্ডে নির্বাচন অফিসের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

শনিবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বাছাইয়ে বৈধপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, সে সকল প্রার্থীদের মধ্য হতে ২/১ জন জানিয়েছেন যে, তাদেরকে কে বা কারা মোবাইলে কল করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের নাম ভাঙ্গিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ চেয়েছেন। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের দফতর কোন রকম অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত নয়। এরকম মোবাইল ফোন কলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোন প্রকার অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক লেনদেনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কোনরকম অনৈতিক সুবিধা চেয়ে কোন ব্যক্তি যেকোন মাধ্যমে যোগাযোগ করে তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্মরত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মঞ্জুর হোসেন খানকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এএআর/

Exit mobile version