Site icon Jamuna Television

মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় খুন দুবাই প্রবাসী চাচাত ভাই

বাগেরহাট প্রতিনিধি:

মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের প্রতিবাদ করায় বখাটেদের হাতে খুন হতে হলো দুবাই প্রবাসী চাচাত ভাইকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার শ্যালক। এ ঘটনার পর উত্তেজিত জনতা বখাটেদের বসত বাড়িতে আগুন দেয়। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে খুনিদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

গত ২৫ এপ্রিল বাগেরহাটের চিতলমারির গোড়া নালুয়া এলাকায় চাচাতো বোনকে শ্লীলতাহানির প্রতিবাদ জানান জব্বার। পরিবারের দাবি, এরই জেরে গত শুক্রবার (৫ মে) জব্বারকে বাড়ি থেকে ডেকে নেন দেলোয়ার ও তার সহযোগী আকাশ। সাথে যান শ্যালকও। ছুরিকাঘাত করা হয় দু’জনকে। নিহত হয় জব্বার।

এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেয়া হয় খড়ের গাদা।

বাগেরহাট পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।

এটিএম/

Exit mobile version