Site icon Jamuna Television

শিরোপার দৌড়ে রাতে শক্তিশালী নিউক্যাসলের মুখোমুখি আর্সেনাল

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (৭ মে) ইনফর্ম নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। সেন্ট জেমস পার্কে রাত সাড়ে ৯টায় স্বাগতিকদের মুখোমুখি হবে গানাররা। খবর ফুটবল ডট লন্ডনের।

দুর্দান্ত ফর্মে আছে টেবিলের তিন নাম্বারে থাকা নিউক্যাসল ইউনাইটেড। সবশেষ ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে ম্যাগপাইরা। সেন্ট জেমস পার্কে সবশেষ চার ম্যাচেই জিতেছে তারা, এরমাঝে আছে টটেনহ্যামের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয়।

মিকেল আর্তেতা তার ফুটবলারদের সতর্কও করেছেন। গতবছর এখানে নিউক্যাসলের কাছে ৩-০ গোলে হারতে হয়েছিল আর্সেনালকে। এই ম্যাচে থমাস পার্টে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরুর একাদশে রাখতে পারেন আর্সেনাল কোচ। নিউক্যাসলের বড় শক্তির জায়গা ক্যালাম উইলসন-আলেক্সান্ডার ইসাকের মত অ্যাটাকাররা। ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৮ আর নিউক্যাসলের ৬৫।

এএআর/

Exit mobile version