কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় এজাহার নামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৭ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর শাকতলা র্যাব-১১, সিপিসি-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরেই খুন করা হয় জামাল হোসেনকে। তবে খুনের ঘটনায় সরাসরি অংশ নেয়া কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য খুনিদের মধ্যে ৫ জন বিদেশে পালিয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জামাল হোসেন এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নুর জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের গলিতেই তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউএইচ/

