Site icon Jamuna Television

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীদের ওপর, আহত ৩

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৭ মে) সকালে হাজী আহমাদ আলী আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন।

তিনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছে।

এ বিষয়ে হাজী আহমাদ আলী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। আজ হঠাৎ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়।

সিরাজগঞ্জ সিভিল সার্জনের মেডিক্যাল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। বিষটি অবহেলা কিনা তা খতিয়ে দেখা হবে।

ইউএইচ/

Exit mobile version