Site icon Jamuna Television

পাহাড়সম লক্ষ্যে শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ

পচেফস্ট্রুমে টেস্টে টাইগারদের সামনে ৪২৪ রানের পাহাড়সহ টার্গেট ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পযর্ন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। এর আগে ৬ উইকেটে ২৪৭ রানে নিজেদের ২য় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

২ উইকেটে ৫৪ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নাম প্রোটিয়ারা। ক্রিজে ছিলেন আমলা ও বাভুমা। দিনের ৫ম ওভারেই ২৮ রান করা হাশিম আমলাকে ফেরান মোস্তাফিজ। এরপর বাভুমার সাথে মিলে অধিনায়ক ফাফ ডু প্লেসি গড়েন ১৪২ রানের ঝড়ো জুটি। ফিফটির দেখা পাওয়া এ দুজনকেই শিকার বানান মমিনুল হক। আগের ২৩ টেস্টে মাত্র ১ উইকেট পাওয়া মমিনুল এদিন ক্যারিয়ার সেরা ৩ উইকেট নেন মাত্র ২৭ রানে।

৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২৪৭ রান জমা করে চা বিরতির পরপরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ৪২৪ রানের বিশাল লক্ষ্যে মরকেলের ১ম ওভারেই তামিম ও মুমিনুলকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকও বোল্ড হয়ে বেঁচে যান নো বলের কল্যাণে। তবে, ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version