Site icon Jamuna Television

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে

ছবি: সংগৃহীত

চলতি মাসের ৯ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজের টিভি সম্প্রচারের তথ্য জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

এক বিবৃতি দিয়ে শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, আয়ারল্যান্ডে প্রিমিয়ার স্পোর্টসে খেলা দেখা যাবে। বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা যাবে তা এখন পর্যন্ত অনিশ্চিত। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বালবির্নির দল।

/আরআইএম

Exit mobile version