সুদানে তুরস্কের রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এর জেরে যুদ্ধরত দেশটি থেকে দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে তুর্কি প্রশাসন। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে আংকারা জানায়, শনিবার রাজধানী খার্তুমে রাষ্ট্রদূতের গাড়িতে গুলি লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে সুদানের আধাসামরিক বাহিনী। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে তুরস্ক। এদিনই পোর্ট সুদানে দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, সৌদি আরবে বিবাদমান দুই পক্ষের আলোচনার দিনও খার্তুমে চরম লড়াইয়ের খবর পাওয়া গেছে। থেমে থেমেই ট্যাংক, গোলাবারুদ বিমান হামলায় কেঁপে কেঁপে উঠছে সেখানকার জনপদ।
এসজেড/

