Site icon Jamuna Television

অমর্ত্য সেন-বিশ্বভারতী বিরোধ: অর্থনীতিবিদের সমর্থনে বুদ্ধিজীবীদের প্রতিবাদ সভা

অমর্ত্য সেনের সমর্থনে এবার প্রতিবাদ সভা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। শনিবার (৬ মে) বোলপুরে তার বাড়ি প্রতিচীর সামনে এ আয়োজন করেন তারা। খবর এনডিটিভির।

পৈতৃক জমি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানাতে করা হয়েছে এই সাংস্কৃতিক প্রতিরোধ সমাবেশ। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ৭০ জন বাউলদের নিয়ে এই প্রতিবাদ সভা করা হয়। এতে অংশ নেন সঙ্গীত শিল্পী কবীর সুমন, শিল্পী শুভাপ্রসন্ন, পরিচালক গৌতম ঘোষ, চিত্রশিল্পী যোগেন চৌধুরীসহ আরও অনেকে। রোববারও চলবে এ কর্মসূচি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আগামী বুধবার হবে এ মামলার প্রথম শুনানি।

এসজেড/

Exit mobile version