Site icon Jamuna Television

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আজমত উল্লার ব্যাখ্যায় সন্তুষ্ট ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসির কাছে দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আজমতউল্লা খান। সিইসি বলেছেন, তার বক্তব্যে ইসি সন্তুষ্ট। পরবর্তীতে আচরণবিধির বিষয়ে সজাগ থাকার প্রতিশ্রুতি দেন নৌকার প্রার্থী।

রোববার (৭ মে) নির্বাচন ভবনে নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জবাব দিতে যান আজমত উল্লা খান। জবাব দেন সিইসির শোকজ নোটিশের।

ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নিজের অবস্থান ইসিকে জানিয়েছি। জ্ঞাতসারে কোনো ভুল করিনি। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছি ইসিকে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, আজমত উল্লা দুঃখ প্রকাশ করেছেন। কমিশন এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ইউএইচ/

Exit mobile version