মস্কো নিয়ন্ত্রিত ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। কাছাকাছি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ায় তৈরি হয়েছে এ আতঙ্ক। খবর বিবিসির।
জাপোরিঝিয়া অঞ্চলের আঠারোটি বসতি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ নিয়ন্ত্রিত প্রশাসন। এরপরই সাধারণ মানুষের এলাকা ছাড়ার হিড়িক পড়ে। সড়কে দেখা যায় দীর্ঘ গাড়ির সারি। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। যেকোনো সময় পরমাণু দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
তবে রুশ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি এলাকাটিতে বেসামরিক স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইউক্রেন। এ কারণেই নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। তবে এ দাবির সত্যতা কতটুকু তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে সংশয়।
এসজেড/

