ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে গোলাম রসুল নামের এক মাদরাসা ছাত্রের। এদিন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তার বাবা। বাবাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে এ দুর্ঘটনা।
রোববার (৭ মে) কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামে কাছে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল জগদ্বিশপুর গ্রামের মোস্তাফার ছেলে। সে গুড়পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, গোলাম রসুলের পিতা রোববার রাতে সিঙ্গাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট। এজন্য ঢাকায় যাওয়ার জন্য ছেলেকে সাথে করে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান তিনি। বাবাকে মোটরসাইকেলে করে রেখে আসে রসুল। তবে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় সঙ্কটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ।
এসজেড/

