রোহিত শর্মার নিজের নাম পরিবর্তন করে ‘নো-হিট শর্মা’ রাখা উচিত, বলে কটাক্ষ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। খবর হিন্দুস্থান টাইমস’র।
চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে দীপক চাহারের বলে আউট হওয়ার সময় ধারাভাষ্য কক্ষ থেকে শ্রীকান্ত এমন মন্তব্য করেন।
ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীকান্ত বলেন, রোহিতের নিজের নাম পরিবর্তন করে ‘নো হিট শর্মা’ রাখা উচিত। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলে তাকে একাদশে খেলাতামই না।
আইপিএলে ৬ হাজারের বেশি রান করা রোহিত চলতি আসরে ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে দুই অঙ্কে যেতে পেরেছেন তিনি পাঁচবার। ফিফটি করেছেন মাত্র একবার, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৫। টানা ২ বার শূন্য রানে আউট হয়ে আইপিএলে সর্বোচ্চ ১৬ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন শুধুই রোহিতের।
ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় অধিনায়কের এমন ব্যাট প্যাচ নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলছে সকলের কপালে। তাইতো মজার ছলেই নিজেদের অনুভূতি প্রকাশ করছেন দেশটির সাবেকরা।
/আরআইএম

