Site icon Jamuna Television

গাজীপুরে টুপি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের টঙ্গীর মিল গেইট নামাপাড়া ঝুটের গুদাম ও পাগাড় এলাকার হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড এর আগুনের পর এবার টঙ্গীর সাতাইশ এলাকায় একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (৭ মে) রাত সাড়ে ৯টায় গাজীপুরা সাতাইশ এলাকার জিজে ক্যাপ এন্ড হেডওয়ার লিমিটেড নামক কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সেইসাথে যোগ দিয়েছে সেনাবাহিনীও।

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে এসে সড়কে অবস্থান নেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও ৫টিসহ মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এখনো কোনো শ্রমিক নিখোঁজের সংবাদ পাইনি।

/এনএএস

Exit mobile version