ভারতের কেরালায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। খবর এনডিটিভির।
মালাপ্পুরম জেলার তানুর এলাকায় রোববার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ৩০-৪০ যাত্রী জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়।
কেরালার পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াস জানান, নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।
মন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনেকেই নৌকাটির নিচে আটকে পড়ে আছে। নৌকাটি উল্টে গেছে। তবে এ ঘটনার এর কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি পুলিশ তদন্ত করবে।
এটিএম/

