Site icon Jamuna Television

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

২০ বছর আগে মেয়াদ শেষ হওয়া রাসায়নিক ও ওষুধ দিয়ে অপারেশন ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর পান্থপথে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব.

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, হাসপাতালটিতে এত বড় অনিয়ম অবিশ্বাস্য। এছাড়া রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালটিতে রক্তের পরীক্ষা দালালদের মাধ্যমে বাইরে থেকে করিয়ে আনা হচ্ছিলো বলে অভিযোগ। এছাড়া হাসপাতালটির ১৩ তলায় ওষুধ স্টোর চার বছর ধরে অনুমতি ছাড়া চলছে বলেও জানায় র‍্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। দুপুর থেকে চলমান এ অভিযানে র‍্যাব ও ওষুধ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর শমরিতা হাসপাতালেও অভিযান চালায় র‍্যাব ।

Exit mobile version