Site icon Jamuna Television

কঙ্গোয় চলমান বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০’র কাছাকাছি

আফ্রিকার দেশ কঙ্গোয় চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩০০’র কাছাকাছি। প্রশাসনের দাবি, এখনও নিখোঁজ কমপক্ষে ১৬৭ অধিবাসী। খবর এপির।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সাউথ কিভু প্রদেশ। সরকারের হিসাবে, ২৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। বন্যা সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত দুই শতাধিক মানুষ। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোয় তাদের প্রাথমিক সেবা দেয়া হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

তবে বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। প্রেসিডেন্টের ঘোষণায়, আজ নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিদর্শনে দুর্গত এলাকাগুলোয় যাচ্ছে সরকারের একটি প্রতিনিধি দল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ থাকবে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি।

এটিএম/

Exit mobile version