Site icon Jamuna Television

ডালাস শপিং মলে হামলাকারী আততায়ী চিহ্নিত

যুক্তরাষ্ট্রের ডালাস শপিং মলে ম্যাস শুটিং চালানো আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। ৩৩ বছর বয়সী ঐ অস্ত্রধারীর নাম মরিসিও গার্সিয়া। খবর রয়টার্সের।

হামলার আগে শপিং মলের কাছেই একটি হোটেলে ছিলেন তিনি। শনিবার (৬ মে) অভিযান চলাকালে পুলিশের গুলিতে সে প্রাণ হারায়। উদ্ধার হয় একটি হ্যান্ডগান এবং এআর- ফিফটিন রাইফেল। এখনও জানা যায়নি হামলার মোটিভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অ্যাকাউন্টে সূত্র খুঁজছেন গোয়েন্দারা। তাদের প্রাথমিক ধারণা, চরমপন্থি গোষ্ঠীর সাথে ছিলো হামলাকারীর যোগসাজশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডালাসের ব্যস্ত এক মলে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। প্রাণ হারায় শিশুসহ ৮ জন। যুক্তরাষ্ট্রে চলতি বছর কমপক্ষে ১৯৮টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা রেকর্ড করা হয়।

এটিএম/

Exit mobile version