Site icon Jamuna Television

ধানমন্ডিতে সৌন্দর্যবর্ধনের নামে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, পরিবেশবাদীদের উদ্বেগ

ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে রোববার (৭ মে) রাতে অবস্থান নেয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ ও এলাকাবাসী।

তারা বলেন, এ পর্যন্ত উন্নয়ন প্রকল্পের নামে ছয়’শ গাছ কাটা হয়েছে। যেগুলো ঝিগাতলা থেকে শুরু করে সাত মসজিদ রোডজুড়ে ছিল। রাতের আঁধারে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গাছ কেটে ফেলছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও জানান, ঠিকাদারদের কাছে থাকা কার্যপত্রে সৌন্দর্যবর্ধনের কথা থাকলেও গাছ কাটার কোনো কথা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী বলেও দাবি করেন তারা।

এটিএম/

Exit mobile version