Site icon Jamuna Television

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেশি দেশগুলোর ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হওয়ায় বিকেলে এই নির্দেশনা জারি করা হয়। বলা হয় গ্রাহকের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেদর কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, পেমেন্ট পদ্ধতি হ্যাক করে দেশ ও বিদেশ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশও এ ধরণের ঝুকিতে রয়েছে। সাইবার নিরাপত্তা জোরদার রাখেতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সমেয়ে নির্দেশনা জারি করে। এর মধ্যে রয়েছে, মানবসম্পদ উন্নয়ন, সাইবার অডিট কার্যক্রম জোরালো করা এবং সর্বোত্তম প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

Exit mobile version