Site icon Jamuna Television

সুদান থেকে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি

সংঘাতের মধ্যে সুদান থেকে সৌদি হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। সোমবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি। এসময় বিমানবন্দরে তাদের গ্রহন করতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পোর্ট সুদান এলাকা থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় বলে জানায় খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এর আগে, পোর্ট সুদান এলাকা থেকে তিনটি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয় এসব বাংলাদেশিদের। প্রথম দফায় সুদান ছাড়তে পারা প্রবাসীদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

এটিএম/

Exit mobile version