Site icon Jamuna Television

এশিয়ার দেশগুলোতে বেড়েই চলেছে তাপমাত্রা, ভিয়েতনামে ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি

প্রতীকী ছবি।

তাপমাত্রা বেড়েই চলেছে এশিয়ার দেশগুলোতে। রোববার (৭ মে) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের তাপমাত্রা ছাড়িয়ে গেছে রেকর্ড সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস। খবর রয়টার্সের।

উত্তরাঞ্চলীয় প্রদেশ থান হোয়ায় রেকর্ড করা হয়েছে এ তাপমাত্রা। দিনের উষ্ণতম সময়ে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন প্রশাসন। গরমের কারণে ভোরের আলো ফোটার আগেই কাজ শুরু করে শ্রমিকরা। ফিরে যায় সকাল ১০টার মধ্যেই। তাপমাত্রা আরও বাড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তীব্র গরমে ভুগছে প্রতিবেশী দেশগুলোও। রোববার থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ম্যাক প্রদেশে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের জেরে বৈশ্বিক উষ্ণতা বেড়ে আবহাওয়ার এমন চরমভাবাপন্ন অবস্থা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এএআর/

Exit mobile version