Site icon Jamuna Television

ঋণসীমা না বাড়ালে আর্থিক বিপর্যয় দেখবে যুক্তরাষ্ট্র, মার্কিন অর্থমন্ত্রীর সতর্কবার্তা

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। ছবি : সংগৃহীত

কংগ্রেস ঋণসীমা বাড়াতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ পরিণতি তৈরি হবে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।

রোববার (৭ মে) এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগিরই ঋণের সীমা না বাড়ালে, চলতি বছর জুনের মধ্যেই অর্থাভাবে পড়বে যুক্তরাষ্ট্র। সরকারী কর্মীদের বেতন, সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য খাতে ব্যয় নির্বাহ সম্ভব হবে না।

অর্থমন্ত্রী জ্যানেট বলেন, মার্কিনিদের কাঁধে বন্দুক রেখে কোনো আলোচনা হওয়া উচিত নয়। কংগ্রেস যদি চুক্তি করতে না পারে, তবে চরম অর্থনৈতিক বিপর্যয় দেখতে হবে।

তিনি আরও বলেন, সময় ফুরিয়ে আসছে। কংগ্রেসে যাতে বিষয়টির সুরাহা হয় সেটাই লক্ষ্য। আমাদের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থা সুরক্ষায় অন্য কোনো উপায় নেই। আশা করছি, ঠিকঠাকভাবে সরকারি বিভিন্ন খাতে ব্যয় নির্বাহের সুযোগ পাবো। নয়তো সাংবিধানিক সংকট তৈরি হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৯ মে) রিপাবলিকান নেতাদের সাথে বৈঠকে ঋণসীমা বৃদ্ধির প্রস্তাব দেয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের।

এএআর/

Exit mobile version