Site icon Jamuna Television

আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে মরিয়া সরকার: রিজভী

ছবি: রুহুল কবির রিজভী । ফাইল ফটো

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সর্বনাশা আতঙ্ক পরিস্থিতি তৈরি করতে মরিয়া সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৮ মে) সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ এ অভিযোগ করেন। বলেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ সাজানোর অংশ হিসেবে আইন শৃঙ্খলাবাহিনী রণ প্রস্তুতি নিতে শুরু করেছে। ঝাপিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। গণআন্দোলনকে নস্যাৎ করতে কোনো কারণ ছাড়াই নাশকতার মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা।

তিনি বলেন, জনগণ রাজপথে নেমেছে। যতই কৌশল করুক এবার আর পার পাবে না। জেল জুলুম হুলিয়া দিয়েও কাজ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারের অনড় ও একগুঁয়েমি অবস্থান জনগন নস্যাৎ করে দেবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

এটিএম/

Exit mobile version