Site icon Jamuna Television

সকালে নিখোঁজ, বিকেলে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের জল্লারপাড় এলাকা থেকে শিহাব উদ্দিন আলিফ নামে চার বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানায়, সকালে বাড়ির সামনে খেলা করছিল আলিফ। হঠাৎ তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে প্রতিবেশি আলী খোকনের বাসার নিচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে, শিশুটির হাত-পা বাধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বাসাটি সম্রাট ও শহীদ নামে দু’জন ভাড়া নিয়েছিল। লাশ উদ্ধারের পর আটক করা হয় সম্রাটকে। তবে পলাতক শহীদ।

এই দু’জনই, নাকি অন্য কেউ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আলিফের বাবা আলমগীর হোসেন সৌদি প্রবাসী। এবার কোরবানীর ঈদ করতে তিনি দেশে এসেছেন।

Exit mobile version