
প্রতীকী ছবি।
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে পুকুরে ডুবে সীমান্ত (৭) ও মিনাল (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানায়, দুপুরে সিরাজাবাদ এলাকার ইব্রাহিমের শিশুপুত্র সীমান্ত ও শুক্কুর আলীর ছেলে মিনাল বাড়ির পাশের পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সানোয়ারা তাদেরকে মৃত ঘোষণা করেন।
এএআর/



Leave a reply