চট্টগ্রাম ব্যুরো:
দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকায়। যা রমজানেও বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় চাপ বেড়েছে দেশি পেঁয়াজে। চাহিদার তুলনায় সেটিরও সরবরাহ কম।
এছাড়া, চীন ও ভিয়েতনাম থেকে আমদানি কমায় আদা, রসুনও বিক্রি হচ্ছে চড়া দামে। কোরবানি ঈদের আগে আমদানি স্বাভাবিক না হলে দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের।
এদিকে, তেলের দাম ১২ টাকা বাড়লেও নতুন দামে খুচরা বাজারে এখনও তেল সরবাহ করেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। তাই পুরনো দামে কেনা তেল আগের দামেই বিক্রি হচ্ছে। থামেনি চিনি নিয়ে কারসাজিও। সরকার প্রতি কেজি চিনি ১০৪ টাকা নির্ধারণ করে দিলেও এ দামে মিলছে না চিনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বাজার তদারকি বাড়ানোর দাবি ক্রেতা সাধারণের।
/এমএন

