দখলকৃত পশ্চিম তীরে নজরদারি বাড়াতে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করেছে ইসরায়েল। এবাধিক চেক পয়েন্টে বসানো হয়েছে এই চেহারা শনাক্তকারী ক্যমেরা। আর এর মাধ্যমে সাধারণ ফিলিস্তিনিদের স্বাভাবিকভাবে চলাচলও হয়ে পড়েছে কঠিন।
সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের ডিজিটাল নজরদারি কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রতাশ করা হয় সংস্থার ওয়েবসাইটেই। তাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ অধিকাংশ স্থানেই নজরদারি বাড়িয়েছে। হেবরন শহর ও পশ্চিমতীরে বেশ কিছু চেক পয়েন্টে স্থাপন করা হয়েছে ফেস রিকগনিশন ক্যামেরা। সেখানে মুখের ছবি ওঠার সাথে সাথে বেরিয়ে আসে ব্যক্তির সকল ডাটাবেস।
এসব ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন স্থানে। তার সেই পথ দিয়ে চলাচলকারী কোনো ফিলিস্তিনির তথ্য না মিললে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এতে ফিলিস্তিনিদের দৈনন্দিন চলাফেরার পাশাপাশি লঙ্ঘিত হচ্ছে মৌলিক অধিকারও।
এসজেড/

